আগরতলা, ৪ মে : ২০১৪ সালে প্রতিষ্ঠিত বৈদিক ব্রাহ্মণ সমাজ এতদিন ধরে বিভিন্ন পার্ক বা স্কুলে তাদের সম্মেলন ও কার্যক্রম পরিচালনা করলেও এবার তারা পেল নিজস্ব ঠিকানা। কৃষ্ণনগরের স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় সম্প্রতি উদ্বোধন হলো সংগঠনের অফিস ভবন।
রবিবার নারায়ণ পূজার মধ্য দিয়ে এই নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য, চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা পন্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে জানান, বৈদিক ব্রাহ্মণ সমাজের মূল উদ্দেশ্য হল ব্রাহ্মণদের সংগঠিত করা এবং পূজার্চনার বিভিন্ন নিয়ম ও মন্ত্রের প্রকৃত অর্থ সকলের কাছে স্পষ্ট করা। পূজার সময় জজমানদেরকে যেন ব্রাহ্মণরা যথাযথভাবে মন্ত্রের তাৎপর্য বুঝিয়ে দেন, সেই আহ্বান জানানো হয়।

