আগরতলা, ৩০ এপ্রিল : বিপুল পরিমাণ মাদক সামগ্রী সহ তিন ভারতীয় নাগরিকের সাথে এক দালালকে জালে তুলেছে বিএসফ ও পুলিশের যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ৮০৫ বোতল নিষিদ্ধ মাদক হিসেবে পরিচিত এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় এবং কাইয়াধেপা বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ২৯ এপ্রিল বিএসএফ ও পুলিশের যৌথ বাহিনী ওই সাফল্য অর্জন করেছে।
একই দিনে আরেকটি গোয়েন্দা তথ্যে ভিত্তি করে, বিএসএফ-এর কাইয়াধেপা সীমান্ত চৌকির জওয়ানরা কাইয়াধেপা বাজার এলাকা থেকে এক দালালকে আটক করে। ধৃত ব্যক্তি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করত এবং তাদের জন্য আশ্রয় ও লজিস্টিক সহায়তা প্রদান করত। মানব পাচারে জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, বিএসএফ-এর পুটিয়া সীমান্ত চৌকির জওয়ানরা এক ভারতীয় নাগরিককে সীমান্তের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার করে। তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই সমস্ত অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও পাচার রোধে অভিযান আরও জোরদার করেছে এবং এই ধরনের দালাল চক্রকে চিহ্নিত করে নির্মূল করার কাজ চলছে।

