আইজল, ২৯ এপ্রিল : মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (MBSE) আজ ২০২৫ সালের দশম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। চলতি বছরে মোট পাসের হার দাঁড়িয়েছে ৭৬.৬৮ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩.৩১ শতাংশ বেশি।
ছাত্রীদের মধ্যে পাসের হার ৭৫.৬৩ শতাংশ এবং ছাত্রদের মধ্যে ওই হার ৭৭.৮৬ শতাংশ। অর্থাৎ, এবছর ছেলেরা সামান্য এগিয়ে রয়েছে মেয়েদের তুলনায়।
শীর্ষে রয়েছেন পি.সি. লালথাকিমি। লালথাকিমি আইজল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৫০০-র মধ্যে ৪৭৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন ইসাক এম.এস. দাওংকিমা এবং মালসাওমকিমা চাওংথু উভয়েই ৪৭৫ নম্বর পেয়েছেন। তৃতীয় স্থান দখল করেছেন রিকি লালনুফেলা, যার প্রাপ্ত নম্বর ৪৭৪। মিজোরাম বোর্ডের ১০ম শ্রেণির পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মূল্যায়ন পদ্ধতি:
মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন একটি গ্রেড পয়েন্ট সিস্টেমে ফলাফল মূল্যায়ন করে। যেমন: ৯১-১০০ নম্বর: গ্রেড পয়েন্ট ১০ (সর্বোচ্চ), ৮১-৯০ নম্বর: গ্রেড পয়েন্ট ৯, ৭১-৮০ নম্বর: গ্রেড পয়েন্ট ৮, ৬১-৭০ নম্বর: গ্রেড পয়েন্ট ৭। এভাবে নম্বর অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়।
গত বছরের তুলনায় উন্নতি:
২০২৪ সালে মিজোরামে ১০ম শ্রেণিতে পাসের হার ছিল ৭৩.৩৭ শতাংশ। ১৮,৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,৬১৮ জন পাস করেছিলেন। এর মধ্যে ১,৩৩২ জন মেধাতালিকায় স্থান পান, ৩,৮০১ জন প্রথম বিভাগে, ৫,৫৬৪ জন* দ্বিতীয় বিভাগে, ২,৯২১ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তবে ৪,৮৩৭ জন ফেল করেছিলেন এবং ১০৬ জন ‘কম্পার্টমেন্ট’ বিভাগে রাখা হয়েছিল। চলতি বছরের এই ফলাফল শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন শিক্ষাবিদরা।
—

