হাইলাকান্দি (অসম) ২৫ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জেলার সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিক সন্তানদের ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহবান করেছেন। দরখাস্ত অফলাইনে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে আগামী ২৫ জুলাই প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি ২০ নভেম্বরের মধ্যে জমা দেওয়া যাবে। পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জেলা প্রাক্তন সৈনিকদের সন্তানদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে. বিভিন্ন কল্যাণমূলক সামগ্রীর জন্য দরখাস্ত আহবান করেছেন। জেলার সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রাক্তন সৈনিকদের জন্য এই শিক্ষা বৃত্তি এবং কল্যাণ মূলক সামগ্রী বন্টন করা হবে।
2025-04-25

