প্রয়াত ভারতরত্ন সংঘের সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে ব্যাংকের ঋণ শোধ করল এলাকাবাসী

আগরতলা, ২৩ এপ্রিল: ঊষা বাজার ভারতরত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের মৃত্যুবার্ষিকীতে ব্যাংকের ঋণ মিটিয়ে পরিবারের হাতে দলিল তুলে দিলেন উষা বাজার ভারতরত্নসংঘেরএলাকাবাসী।

গত বছরের এমনই দিনে দূষ্কৃতীকারিদের গুলিতে নিহত হয়েছিলো উষা বাজার ভারতরন্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি। সেই খুনের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল এলাকাবাসী। পুলিশ আসামীদের গ্রেফতারও করেছে। জানা গিয়েছে, ভিকি জীবিত থাকতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ১০ লক্ষ ৬০ হাজার টাকা বাড়ির দলিল দেখিয়ে। কিন্তু ভিকি মারা যাওয়ার পর ব্যাংকের ঋণ শোধ করা হয়নি। এবার দুর্গা প্রসন্ন দেবের মৃত্যুবার্ষিকীতে উষা বাজার ভারতরত্ন সংঘ ও এলাকা বাসীদের সাহায্যথে এই ঋণ শোধ করে বুধবার দুর্গা প্রসন্ন দেবের স্ত্রীর হাতে দলিল তুলে দিলেন।