রাজস্থানে কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা, প্রতাপের তোপ বিজেপিকে

জয়পুর, ১৫ এপ্রিল (হি.স.): রাজস্থানের জয়পুরে কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার সকাল থেকে কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়াওয়াস এবং কুলবন্ত সিং-এর বাড়ি-সহ ১৫টিরও বেশি স্থানে তল্লাশি চালাচ্ছে। পার্ল অ্যাগ্রো কর্পোরেশন লিমিটেড (পিএসিএল) এর সাথে ৪৮,০০০ কোটি টাকার বিনিয়োগকারী জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও, পিএসিএল এবং সহযোগী সংস্থাগুলির সম্পত্তি অবৈধভাবে হস্তান্তরের জন্য প্রয়াত নির্মল সিং ভাঙ্গুর সহযোগীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। এই ক্ষেত্রে, ইডি-র একাধিক দল হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান এবং দিল্লি জুড়ে ১৫টি স্থানে তল্লাশি চালাচ্ছে।

ইডি-র এই অভিযান প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়াওয়াস বলেছেন, “সরকার বদলায়, সময় বদলাবেই। ভাবুন রাহুল গান্ধী ক্ষমতায় এলে বিজেপির কী হবে। আপনারা (বিজেপি) এই কার্যক্রম শুরু করেছেন, আমরাও বিজেপির লোকজনের বিরুদ্ধে একই কাজ করব। তারা যত ইচ্ছা তল্লাশি চালাতে পারে, আমরা ভয় পাই না। আমরা অফিসারদের সহযোগিতা করব।”