বিজেপিকে বিঁধলেন খাড়গে, উপর্যুপরি প্রশ্ন কংগ্রেস সভাপতির

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা (বিজেপি) কেবল কংগ্রেস, নেহেরুজি এবং আমরা এখন পর্যন্ত যা করেছি তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু, আমি জিজ্ঞাসা করতে চাই, তারা এখনও পর্যন্ত কী করেছে এবং বাবা সাহেবের কোন নীতি তারা গ্রহণ করেছে?”

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “এই লোকজন তখনও বাবা সাহেবের শত্রু ছিল এবং এখনও আছে। বাবা সাহেব যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তখন কি জানেন এই লোকজন কী বলেছিল? তারা বলেছিল যে তিনি এখন অস্পৃশ্য হয়ে গেছেন। তারা আরও বলেছিল যে তারা বুদ্ধকে অস্পৃশ্য করে তুলেছে। বাবা সাহেবের রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি এবং হিন্দু মহাসভা তার বিরুদ্ধে ছিল।”