ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ড. বি. আর. আম্বেদকরের ১৩৪ তম জন্মবার্ষিকী উদযাপিত

আগরতলা, ১৪ এপ্রিল : দলিত, শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী, ভারতের সংবিধান রচয়িতা ও ভারতরত্ন ড. বি. আর. আম্বেদকরের ১৩৪ তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে গভীর শ্রদ্ধা ও উৎসাহের সাথে পালিত হচ্ছে।

এই উপলক্ষে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকেও আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত থেকে ড. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন।

এদিন, ড. আম্বেদকরের আদর্শ ও জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়। সমিতির সদস্যদের মুতে, সামাজিক ন্যায়, সমতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আম্বেদকরের অবদান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।