মনু ও কমলপুরে দুষ্কৃতি হামলায় বিদ্যুৎ কর্মী আহত, থানায় মামলা

আগরতলা, ৮ এপ্রিল : কালবৈশাখী শুরু হবার প্রাক মুহূর্তে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত বিদ্যুৎ নিগমের কর্মীরা যখন নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রাখতে রাত দিন এক করে কাজ করে চলেছেন, তখন একাংশ উশৃংখল জনতার সঙ্গবদ্ধ হামলায় বিদ্যুৎ কর্মীদের আহত হবার ঘটনায় বিদ্যুৎ কর্মীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মঙ্গলবার ধলাই জেলায় পৃথক দুটি ঘটনায় মোট ছয় জন বিদ্যুৎ কর্মী আহত হয়েছেন। বিদ্যুৎ নিগম এর কাজে ব্যবহৃত গাড়ি এবং নিগমের কন্ট্রোল রুম ভাঙচুর করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালি মহকুমার ছইলেংটা থানাধীন ঘইনামা চাকমা পাড়া এলাকায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে কমলপুরে। এখানকার ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের কন্ট্রোলরুমে ঢুকে হামলা করে দুষ্কৃতকারীরা। দুটি ঘটনার ক্ষেত্রেই থানায় এফআইআর করা হয়েছে। তবে রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বলে জানা যায়নি। তবে বিদ্যুৎ কর্মীরা জানিয়েছেন এভাবে তাদের উপর হামলা হলে নিরাপত্তার কারণেই সার্বিকভাবে বিদ্যুৎ পরিষেবা জারি রাখা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়বে।

মঙ্গলবার সকালে প্রতিদিনকার মতোই মনু বিদ্যুৎ উপ- বিভাগের কর্মীরা কনজিউমার ভেরিফিকেশন, লোড চেকিং এবং হুকলাইন বিরোধী অভিযান শুরু করেছিলেন। বিদ্যুৎ নিগমের দলটি মনু বিদ্যুৎ উপ বিভাগের অধীনে ঘইনামাতে যেতেই দর্পণ চাকমা, সেনা কুমার চাকমা এবং বিশ্ব চাকমা নামক তিন ব্যক্তি এই দলটির উপর হঠাৎ আক্রমণ করে বসে। এতে সঞ্জয় দেববর্মা, দাহা রঞ্জন ত্রিপুরা, কৃষ্ণধন দেবনাথ এবং বিজয় সিং চাকমা জখম হন। তাদের ব্যবহৃত গাড়িটির কাচও দুষ্কৃতকারীরা ভেঙে দেয়। পরে বিদ্যুৎ কর্মীরা কোনক্রমে ওই এলাকা থেকে প্রাণে বেঁচে আসেন। গোটা বিষয়টি জানিয়ে ছইলেংটা থানায় বিদ্যুৎ নিগমের তরফে এফআইআর করা হয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কমলপুরস্থিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশনের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমের অভ্যন্তরে বিদ্যুৎ কর্মীরা যখন তাদের কাজকর্ম করছিলেন তখন রূপসপুর চেকপোস্টের সন্নিকট এলাকার বাসিন্দা কমল সিনহা ( পিতা মৃত কামিনী সিনহা) আরো তিনজনকে সঙ্গে নিয়ে সোজা কন্ট্রোলরুমে ঢুকে যায়। কোন কিছু বোঝার আগেই তারা বিদ্যুৎ কর্মী ওমর মালাকার এবং অমিত দাসের উপর হামলে পড়ে মুহূর্তের মধ্যেই তাদের উপর আক্রমণ করে কন্ট্রোল রুমের কয়েকটি জায়গায় আঘাত করে তারা পালিয়ে যায়। কি কারনে এই হামলা হয়েছে এ নিয়ে সকলেই ধন্দে রয়েছেন। এখন বিদ্যুৎ কর্মীরা এই সাব স্টেশনে ডিউটি করতেই ভয় পাচ্ছেন। গোটা বিষয়টি জানিয়ে কমলপুর থানায় অভিযুক্তদের নাম-ঠিকানা দিয়ে মামলা করা হয়েছে।