ভয়ঙ্কর দুর্ঘটনায় ১২ বছরের শিশুকন্যার মৃত্যু, গুরুতর আহত ৪ জন

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী টমটম এবং ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। ধর্মনগর মহকুমার কালিকাপুর এলাকায় ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ধর্মনগর মহকুমার কালিকাপুর এলাকায় যাত্রীবাহী টমটম ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই দূর্ঘটনায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুকন্যার। তাঁর বাড়ি আসামে। তার সাথে ওই টমটমে ছিলেন ভাগ্যলক্ষ্মী বর্মণ (৫০), নয়ন বর্মণ (৯), মীরা বর্মণ (৫৫) এবং চালক হেমন্ত দেবনাথ। তারাও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। আরও জানা গিয়েছে, যাত্রীরা সবার বাড়ি আসামে।