শিলং, ২৭ মাৰ্চ (হি.স.) : অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশের দায়ে মেঘালয়ের রি-ভোই জেলা পুলিশ ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক মহিলা কাকলী সরদার, হিরিনা দিলি মোল্লা, উনজিল্লা সরদার, রাবিয়া বেগম, পান্না কামাল হোসেন, পপি হাসু মোল্লা, সোনিয়া শেখ, শোভা ইসলাম, দুজন পুরুষ সাজা উদ্দিন শেখ ও শুকুর জনাব শেখ এবং দুই শিশু রয়েছে।
আজ বৃহস্পতিবার রি-ভোই জেলা পুলিশ সুপার জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) বিকালের দিকে বর্ণিহাটে পরিচালিত অভিযানে চার চাকার একটি টাটা সুমোর গতিরোধ করে দুটি শিশু সহ ১১ জনকে আটক করা হয়। ধৃতদের হেফাজত থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার ও প্যান কার্ড নিয়ে মুম্বাই থেকে গুয়াহাটি (অসম) হয়ে মেঘালয়ে প্রবেশ করেছিল। তাদের গন্তব্যস্থান ছিল ডাউকি সীমান্ত।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুম্বাই থেকে গুয়াহাটিতে আগত কুখ্যাত এক মানব পাচারকারী শুকুর জনাব শেখের গতিবিধি ট্র্যাক করে এই সাফল্য পাওয়া গেছে। কামাখ্যা এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশনে নির্দিষ্ট ট্রেনে তালাশির সময় গতিবিধির ওপর নিরীক্ষণ রেখে এদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে উল্লেখযোগ্য গ্রেফতারের ঘটনা ঘটে।
একই দিন মেঘালয় পুলিশ অসমের নলবাড়ি জেলা থেকে শুকুর শেখকে গ্রেফতার করেছে। পুলিশ নংপো থানায় এদের বিরুদ্ধে এক মামলা দায়ের করে বৃহত্তর পাচারচক্রের তদন্ত অব্যাহত রেখেছে, জানান পুলিশ সুপার।