আইপিএল পয়েন্ট টেবিল আপডেট: সানরাইজার্স হায়দরাবাদ নেট রানরেট নিয়ে প্রথম স্থানে, কলকাতা নাইট রাইডার্স ষষ্ঠ স্থানে

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটের জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে প্রথম পয়েন্ট পেয়ে তারা ৩ ধাপ এগিয়েছে। অর্থাৎ দুই পয়েন্ট নিয়ে এখন ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে। আর রাজস্থান রয়্যালসের জন্য এটি ছিল দ্বিতীয় পরাজয়। কোনও পয়েন্ট না পেয়ে টেবিলের শেষ স্থানে রয়েছে তারা। আর রবিবার রয়্যালসের বিরুদ্ধে জয়ের ফলে সানরাইজার্স হায়দরাবাদ ২.২০০ নেট রান রেট নিয়ে প্রথম স্থানে রয়েছে।

আইপিএল পয়েন্ট টেবিল:

সানরাইজার্স হায়দরাবাদ : ম্যাচ: ১ পয়েন্ট: ২ নেট রান রেট :২.২০০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ম্যাচ: ১ পয়েন্ট :২ নেট রান রেট : ২.১৩৭

পঞ্জাব কিংস: ম্যাচ:১ পয়েন্ট: ২ নেট রান রেট : ০.৫৫০

চেন্নাই সুপার কিংস: ম্যাচ: ১পয়েন্ট: ২ নেট রান রেট : ০.৪৯৩

দিল্লি ক্যাপিটালস: ম্যাচ: ১ পয়েন্ট:২ নেট রান রেট : ০.৩৭১

কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ:২ পয়েন্ট: ২ নেট রান রেট :-০.৩০৮

লখনউ সুপার জায়ান্টস:ম্যাচ:১ পয়েন্ট:০ নেট রান রেট : -০.৩৭১

মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ:১ পয়েন্ট: ০ নেট রান রেট :-০.৪৯৩

গুজরাট টাইটানস: ম্যাচ:১ পয়েন্ট:০ নেট রান রেট:-০.৫৫০

রাজস্থান রয়্যালস : ম্যাচ:২ পয়েন্ট:০ নেট রান রেট : -১.৮৮২

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *