আগরতলা, ২৭ মার্চ : ত্রিপুরায় নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২৪০.৫ কোটি টাকা মঞ্জুর করেছে। এই অর্থ রাজ্যের ২০ টি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত গুলিতে বিভিন্ন কাজের জন্য দেওয়া হবে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি লেখেন, এর মধ্যে রয়েছে পানীয় জল ও বন্যা মোকাবিলা, সিসিটিভি স্হাপন, শহুরে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং নদীতীর উন্নয়ন ইত্যাদি। অর্থ মঞ্জুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন ও নগরোন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।