কলম্বো, ২৬ মার্চ (হি.স.) : ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কায় এক ভারতীয় নাগরিক যোগী প্যাটেলকে মঙ্গলবার কারাদণ্ড দিল শ্রীলঙ্কার আদালত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে গত বছর অনুষ্ঠিত হয়েছিল লেজেন্ডস লিগ টি-২০। সেই প্রতিযোগিতায় যোগী ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ এনেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা। প্রাক্তন লঙ্কান ক্রিকেটারের মতে, ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন যোগী। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার শাস্তি পেলেন যোগী।
উল্লেখ্য, থারাঙ্গার অভিযোগের ভিত্তিতে গত বছর মার্চ মাসে যোগীকে গ্রেফতার করে আদালত। পরবর্তীতে জামিন পেয়ে গেলেও শ্রীলঙ্কা ছেড়ে পালান তিনি। পরে পুলিশের গোয়েন্দা বিভাগকে দিয়ে যোগীর বিরুদ্ধে ইন্টারপোলের পরোয়ানা জারি করায় আদালত। আর সেই চাপে পড়েই আত্মসমর্পণ করেন পালিয়ে যাওয়া যোগী। যোগীকে তার অপরাধের জন্য ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে থাকছে আর্থিক জরিমানাও।