শিমলার উপকন্ঠে গভীর খাদে পড়ল গাড়ি, এক মহিলা-সহ মৃত্যু ৪ জনের

শিমলা, ২৬ মার্চ (হি.স.): শিমলার উপকন্ঠে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় এক মহিলা ও তাঁর মেয়ে-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিমলার উপকন্ঠে আনন্দপুর-মেহলি সড়কের ওপর লালপানি সেতুর কাছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা হলেন – রূপা সূর্যবংশী (৪৫), তাঁর মেয়ে প্রগতি (১৪), মুকুল (১০)। সবাই শিমলার নব বাহারের বাসিন্দা। অপর মৃতের নাম – জয় সিং নেগি (৪০)। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *