নেশাসামগ্রী সহ দুই যুবক আটক, পুলিশে ধীর প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার, ২৪ মার্চ: শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় নেশাসামগ্রী সহ দুই যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। নতুন করে গঠিত নেশাবিরোধী কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গত রবিবার, স্থানীয় বাসিন্দাদের আলোচনাক্রমে এই কমিটি গঠন করা হয় এবং সোমবার রাতের এই ঘটনায় এলাকাবাসী তাদের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, রাজাপুর এলাকায় দীর্ঘদিন ধরে নেশাসামগ্রীর ব্যবসা চলছিল। পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে, এলাকাবাসী পুরুষ ও মহিলাদের নিয়ে একটি কমিটি গঠন করে। এর পরের দিন সোমবার রাতে নবজিৎ দের্বমা ও সপ্তম দের্বমা নামের দুই যুবককে আটক করে স্থানীয়রা। তাদের কাছ থেকে কিছু পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করা হয় এবং পরে নবজিৎ দের্বমার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করা হয়।

তবে, এলাকাবাসীর অভিযোগ, নেশাসামগ্রী উদ্ধারের পরেও শান্তির বাজার থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিকদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, পুলিশের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। বিগত দিনগুলোতেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায়, এলাকার মানুষ মনে করেন যে কিছু পুলিশ কর্মী নেশাকারবারীদের থেকে অর্থ গ্রহণ করে তাদের প্রতি উদাসীন।

এমনকি, সোমবার রাতের ঘটনাটি জানানো হলেও পুলিশ প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়, যার ফলে স্থানীয়রা পুলিশের গরিমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে, পুলিশকে নেশাকারবারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। শান্তির বাজার থানার অধীনে অন্যান্য এলাকায়ও নেশাব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে, যা পুলিশ অবহেলা করে দেখছে।

এখন দেখার বিষয়, রাজাপুর ভিলেজের লোকজনের সক্রিয় ভূমিকার পর পুলিশ কতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং নেশাকারবারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *