আগরতলা, ২২ মার্চ : সিপিএমের সভা চলাকালীন বিজেপি সন্ত্রাসীরা প্রাণঘাতী হামলা চালিয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন দলের জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় ১০ জন নেতা কর্মী সর্মথক। এরই প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএমের কর্মী সর্মথকরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন বিধায়ক মানিক দে বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জয়পুর দক্ষিণ চৌমুহনীতে সিপিএমের পথসভা ছিল। ওই পথসভার জন্য আগেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই ওই পথসভায় বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপির দূষ্কৃতিকারীরা। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় ১০জন নেতা কর্মী সমর্থক। তাঁর অভিযোগ, পুলিশ থাকা সত্বেও তাঁদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বিজেপি সন্ত্রাসবাদীরা। পুলিশের অনুমতি নিয়েও প্রকাশ্যে তাঁদের উপর হামলা চালানো হয়েছে।
এদিকে, এরই প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের কর্মী সর্মথকরা। এদিন আগরতলা রাজপথে মিছিল করে পশ্চিম আগরতলা থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে তাঁরা। সিপিআইএম’র আন্দোলনে উত্তপ্ত গোটা পশ্চিম থানা চত্বর। ওই আন্দোলনের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।