ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে সরকার, ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে কোন ধরণের আপোস করা হবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ মার্চ : ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়ে বিধানসভায় সরব হলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিন বিধানসভার বাজেট অধিবেশনের শূন্য সময়ে ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান তিনি। পাশাপাশি বনমন্ত্রী অনিমেষ দেববর্মাও মুখ্যমন্ত্রীকে ককবরক ভাষাভাষী সম্প্রদায়ের প্রকৃত উদ্বেগ বিবেচনা করে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্যের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ককবরক স্ক্রিপ্ট ইস্যুতে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার। এই সরকার প্রতিটি মানুষের চিন্তাভাবনা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে সম্মান করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে কোন ধরণের আপোস করবে না সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, এবিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার বিস্তারিত আলোচনা হয়েছিল। রোমান স্ক্রিপ্ট কেন এবং দেবনাগরী স্ক্রিপ্ট নয় কেন সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এনিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এনিয়ে আন্দোলনও করা হয়েছে, কিছু নেতৃত্ব আমার সাথে দেখা করেছিলেন। দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে এই স্ক্রিপ্ট ইস্যুটিও অন্তর্ভুক্ত ছিল। আমাদের অবশ্যই বিষয়টি নিয়ে বিবেচনা করতে হবে। আমরা এবিষয়টি অবশ্য সমাধান করবো। ককবরক স্ক্রিপ্টের ক্ষেত্রে ইন্ডিজেনাস হলেও আপত্তি নেই বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, বর্তমান সরকার সমাধানের সরকার। সমস্ত সম্প্রদায়ের ঐতিহ্য এবং ভাষাকে সম্মান করে এই সরকার। এনিয়ে আমরা একটি চূড়ান্ত সমাধান করতে চাই। এই বছর সিবিএসই পরীক্ষায় প্রায় ১,৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৩৩৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে ৭৩ জন অংশ নেয়নি। যদি ইনভিজিলেটর ঠিকভাবে বুঝাতে পারেন তবে পরীক্ষার্থীর কোনও সমস্যা হওয়ার কথা নয়। আমরা ছাত্রছাত্রীদের এবং তাদের ভবিষ্যতের সাথে কোন আপোস করব না। তারা যাতে কোনও সমস্যার মুখোমুখি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে আরও পরামর্শ দিয়েছেন যে ককবরক ভাষাভাষী সম্প্রদায়ের জনগণ তাদের নিজস্ব আদিবাসী লিপি নিয়ে গবেষণা এবং উন্নয়নের মতো অন্যান্য বিকল্পগুলিও বিবেচনা করা উচিত। যদি লিপিটি আদিবাসী হয়, তাহলে ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *