ত্রিপুরায় সামগ্রিক উন্নয়ন করার লক্ষ্যে এই বাজেট: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ মার্চ: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পেশ করা বাজেট সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি সর্বাঙ্গীণ বাজেট। রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে এটা উল্লেখযোগ্য বাজেট। শুক্রবার অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের বাজেট পেশ নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য যে বাজেট উপস্থাপন করেছেন সেজন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করেছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই যে এই বাজেটের পরিমাণ ৩২,০০০ কোটি টাকার অধিক হয়েছে। এরমধ্যে ঘাটতি বাজেট প্রায় ৪২৯ কোটি টাকা আমরা কভার করতে পারবো বলে আমি আশাবাদী। বাজেটে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্কিম চালু করার প্রস্তাব রাখা হয়েছে। যেমন – ভারত মাতা ক্যান্টিন, প্রতিবন্ধীদের জন্য একটি এন্টারটেইনমেন্ট সেন্টার, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা কেন্দ্র এবং ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র।

ডাঃ সাহা বলেন, সামগ্রিকভাবে এই বাজেট ব্যতিক্রমী। এর আগে এমন বাজেট প্রত্যক্ষ হয়নি এবং আমি আশা করি প্রত্যেকে এটি সমর্থন করবেন। এর পাশাপাশি আমরা আজ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ৩ শতাংশ ডিএ এবং ডিআর ঘোষণা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *