নাগপুর, ২১ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে হিংসাত্মক ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে, শুক্রবার এমনটাই জানালেন নাগপুরের পুলিশ কমিশনার রবিন্দর সিংগল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শুক্রবার পুলিশ কমিশনার বলেছেন, এখনও পর্যন্ত ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছি।
শুক্রবার জুমার নামাজের নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, “যথাযথ মূল্যায়নের পর, আমরা নিরাপত্তা মোতায়েন করেছি।” এদিনই নাগপুর পুলিশ শহরের মোমিনপুরা এলাকায় ফ্লাগমার্চ করে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।