পুণে, ১৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে মিনিবাসে আগুন লাগে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ জন। আগুনে ঝলসে গিয়েছেন আরও ১০ জন। বুধবার সকালে পুণের হিঞ্জেওয়াড়ি আইটি পার্ক এলাকায় এই দুর্ঘটানটি ঘটেছে, একটি কোম্পানির কর্মচারীদের নিয়ে যাচ্ছিল মিনি-বাসটি। তাতে আগুন লেগে ৪ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে , সকাল ৭.৩০ মিনিট নাগাদ আইটি পার্কের ফেজ ১-এ হিঞ্জেওয়াড়ি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের অফিসের কাছে মিনি-বাসটিতে আগুন ধরে যায়। মিনি-বাসের ভিতরে ভিওমা গ্রাফিক্স কোম্পানির ১৪ জন কর্মচারী ছিলেন।
—————