আগরতলা, ১৯ মার্চ : বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মালিকের ঘর থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পালিয়ে যায় শ্রমিক। আমতলী থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে।
আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানিয়েছেন, গত ২৩ মার্চ মধুপুর এলাকাস্থিত রিথন মিয়া বাড়িতে বিল্ডিংয়ের কাজ করতে গিয়েছিলেন লিটন দেব নামে এক ছেলে। পরবর্তী সময়ে মালিকের ঘর থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল সে। পরবর্তী সময়ে ওই দোকানের মালিক আমতলী থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কমলপুর থেকে তাকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, ওই চুরির টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল। সেই টিভিও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।