সুনীতাদের পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, বিঁধলেন বাইডেনকেও

ওয়াশিংটন, ১৯ মার্চ (হি.স.): সুনীতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি তিনি রক্ষাও করেছেন। সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমনই প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নভশ্চরকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিলেন তিনি, পাশাপাশি জো বাইডেনকেও কটাক্ষ করেছেন।

হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, ‘‘মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।’’ একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়লেন না ট্রাম্প। তিনি জানান, ‘‘বাইডেন তাঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।’’

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *