নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি দুই লক্ষ ২৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ঋণ আদায় করেছে, মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন রাজ্যসভায় উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ আদায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, ঋণ খেলাপিরা এর পরিণতি থেকে রেহাই পায় না এবং ঋণ আদায় একটি চলমান প্রক্রিয়া।
—————