নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): মহাকুম্ভ নিয়ে মঙ্গলবার লোকসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন তা সমর্থন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন তা আমরা সমর্থন করি, কুম্ভ আমাদের ইতিহাস ও সংস্কৃতি। আমাদের একমাত্র অভিযোগ হল, প্রধানমন্ত্রী কুম্ভে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেননি।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “মহাকুম্ভে গিয়েছিলেন এমন তরুণরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও একটি জিনিস চান, তা হল কর্মসংস্থান। গণতান্ত্রিক কাঠামো অনুসারে, বিরোধী দলনেতার কথা বলার সুযোগ পাওয়া উচিত, কিন্তু তাঁরা আমাদের কথা বলতে দিচ্ছে না। এটাই নতুন ভারত।”