আগরতলা, ১৮ মার্চ: কদমতলা কুর্তি মণ্ডল কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকলা হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস এবং প্রাক্তন সাংসদ (পূর্ব ত্রিপুরা) রেবতী মোহন ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈঠকের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার প্রকাশ করা হয়। এরপর মূল সাংগঠনিক আলোচনা শুরু হয়, যেখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কীভাবে দলকে আরও শক্তিশালী করতে পারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিন বক্তারা দলের নীতিমালা, সাংগঠনিক কৌশল এবং জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এছাড়াও, উপস্থিত নেতৃবৃন্দ দলের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই সাংগঠনিক বৈঠকের মাধ্যমে দলীয় কর্মীরা নতুন দিকনির্দেশনা পেয়ে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য উদ্বুদ্ধ হন।