আগরতলা, ১৭ মার্চ : সোমবার অনুষ্ঠিত হয়েছে আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। কোর্ট চত্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১১টি পোস্টের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া, দুজন প্রার্থী তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। ফলে ১১টি পদের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭১ জন। ভোটদান করেছেন ৬৬ জন।
আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে ভোট গণনা। গণনায় দেখা গেছে সর্বাধিক ভোট পেয়েছেন প্রদীপ কুমার পাল। উনার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮। বাকিদের প্রাপ্ত ভোট যথাক্রমে সঞ্জিত সরকার – ৫৫, অজিত দাস – ৫৪, জয়ন্ত সরকার – ৫০, সন্দীপন চক্রবর্তী – ৪৬, দীপক চৌধুরী ৪৫, সুরজিৎ সেনগুপ্ত – ৩৯, খোকন দেবনাথ – ৩৬, মিঠুন দাস – ৪১, সানু মিয়া – ৩৪, সুনীল পাটোয়ারী – ৩১, অমলেন্দু দত্ত – ৩১, প্রসেনজিৎ চৌধুরী – ১৩। আগামী সপ্তাহে পদাধিকারীদের নাম নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে এসোসিয়েশনের তরফে।