তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ধ্বনিভোটে খারিজ

চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল এআইএডিএমকে। যদিও ধ্বনিভোটে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। তামিলনাড়ু বিধানসভার স্পিকার এম আপ্পাভুর বিরুদ্ধে এআইএডিএমকে-র আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ৬২ জন সদস্য এবং বিরোধিতা করেন ১৫৪ জন সদস্য। এআইএডিএমকে অভিযোগ করে, স্পিকার আপ্পাভু পক্ষপাতদুষ্ট এবং তামিলনাড়ু বিধানসভার ভেতরে একজন ডিএমকে কর্মীর মতো আচরণ করেছেন। অধ্যক্ষ আপ্পাভুর বিরুদ্ধে এআইএডিএমকে কর্তৃক আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার বিধানসভায় বলেছেন, “অধ্যক্ষের কার্যপ্রণালীতে আমি খুশি। যেহেতু সরকারের দোষ খুঁজে বের করার কোনও সুযোগ নেই, তাই এই ধরণের প্রস্তাব আনা হয়। এই বিধানসভা এই প্রস্তাব গ্রহণ করবে না।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, “বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের এই প্রস্তাবে মানুষ হাসবে। আজকের এই প্রস্তাবের মাধ্যমে মানুষ জানতে পারবে স্পিকার কীভাবে কাজ করেন। স্পিকারের কাজ সবসময়ই নিরপেক্ষ ছিল। সেই কারণেই আমরা তাঁকে স্পিকার হিসেবে ঘোষণা করেছি। তিনি আমাদের সরকার অথবা দলের প্রভাব ছাড়াই কাজ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *