ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক নেই

বৈদ্যনাথ ভট্টাচার্য, আগরতলা, ১৬ মার্চ : রাজ্যের ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে কোন ইংরেজি শিক্ষক নেই। পূর্বে বাংলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছিল মদনমোহন রোয়াজা স্কুল। কিন্তু এই বিদ্যালয়ে শুধু সাইনবোর্ড পরিবর্তন করা হলেও, কোন পরিকাঠামোগত উন্নতি করা হয়নি। মদনমোহন রোয়াজা স্কুলসহ মনু ব্লকের অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানের অবস্থা অত্যন্ত শোচনীয়।

উল্লেখযোগ্য যে, বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হলেও, কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। মনু ব্লকের বিদ্যালয়ে পরিদর্শক লগড়াই কলই এই বাস্তবতা মেনে নিয়ে জানান, “শুধুমাত্র মদনমোহন রোয়াজা স্কুল নয়, মনু ব্লকের অন্যান্য বিদ্যালয়গুলিও অব্যাহত সংকটের মধ্যে পড়ে আছে।”

মনু ব্লকের হুকতুইসা বিদ্যালয় পরিদর্শকের অধীনে মোট ত্রিশটি বিদ্যালয় রয়েছে, এর মধ্যে নয়টি এসবিপি স্কুল এবং একুশটি জেবি স্কুল রয়েছে। ত্রিশটি বিদ্যালয়ের জন্য শিক্ষকের সংখ্যা মাত্র ৫৮ জন, অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ের জন্য গড়ে দেড়জন শিক্ষক। মণিভদ্রপাড়া এসবিপি স্কুল এবং মাধব চ মাস্টারপাড়া এসবিপি স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক, যার ফলে এক শিক্ষককে একাধিক শ্রেণি পড়াতে বাধ্য হচ্ছেন।

এছাড়াও, হুকতুইসা বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কোন ইংরেজি শিক্ষক নেই। এর ফলে বিদ্যালয়ে পড়ুয়ারা ইংরেজি শিক্ষার অভাবে বিপাকে পড়ছে। এই বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটের পাশাপাশি, পরিকাঠামোগত সমস্যাও প্রকট। বিশেষত পানীয় জলের অভাব এবং আসবাবপত্রের অভাবে ছাত্রছাত্রীদের মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। কিছু বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করতে ছড়ার জল ব্যবহার করা হচ্ছে।

বিদ্যালয়ের অভিভাবকরা অভিযোগ করেন, রাজ্য সরকার শুধু ঘোষণা করছে, কিন্তু বাস্তবিক কোন পদক্ষেপ নিচ্ছে না। এই পরিস্থিতিতে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *