আগরতলা, ১৫ মার্চ: আজ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে এক বাজার সভার আয়োজন করা হয়েছে। সভায় এলাকার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভা শেষে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পায়, কারণ সিপিআইএম কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন ৩৩ পরিবারের মোট ৯৭ জন জনজাতি ভোটার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “বিজেপির জনকল্যাণমূলক নীতি ও শক্তিশালী নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সমাবেশ আয়োজন করছি এবং এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “দেশব্যাপী বিকাশমুখী সরকারের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি সকলকে নিয়ে দীর্ঘ সময় ধরে উন্নয়নের পথে এগিয়ে যাবে।” স্থানীয় নেতৃত্বদের মতে, শহীদ স্মরণে সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং এই সমাবেশ বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।