আগরতলা, ১৫ মার্চ : ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে দুই যুবতী সহ চার রোহিঙ্গাকে আটক করেছে বিএসএফের গোয়েন্দা শাখা (জি ব্রাঞ্চ)।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল এবং অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছিল। বিএসএফ তাদের আটক করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।