পাটনা, ১৫ মার্চ (হি.স.): এবার তেজস্বী যাদব হবেন বিহারের মুখ্যমন্ত্রী, এ বিষয়ে আশাবাদী তাঁর দাদা তথা আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। শনিবার রঙের উৎসবে হোলি উদযাপন করেন তেজপ্রতাপ, পাটনায় নিজের বাড়িতে রঙের উৎসবে মেতে ওঠেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে রং খেলেন তেজ প্রতাপ। গান গাইতেও শোনা যায়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ প্রতাপ যাদব বলেছেন, শান্তিপূর্ণভাবে হোলি উদযাপন করুন, এটা একপ্রকার নিশ্চিত যে তেজস্বী যাদব এবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন।