দুর্গ, ১৫ মার্চ (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তীব্র সমালোচনা করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। শনিবার ইডি-র সমালোচনা করে তিনি বলেছেন, মিডিয়ায় উন্মাদনা তৈরি করা ইডি-র কাজ। তাঁর ছেলে চৈতন্য বাঘেলকে ইডি-র সমন পাঠানোয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “কোনও নোটিশ পাওয়া যায়নি, তাই কোথাও হাজির হওয়ার প্রশ্নই ওঠে না। নোটিশ পেলে আমরা অবশ্যই তাদের সামনে হাজির হব। এখনও কোনও নোটিশ পাওয়া যায়নি।”
ভূপেশ বাঘেল আরও বলেছেন, “ইডি-র কাজ হল ইচ্ছাকৃতভাবে মিডিয়া হাইপ তৈরি করা। এজেন্সিগুলিকে অন্য ব্যক্তিদের মানহানি করার জন্য ব্যবহার করা হয়। তারা এখনও পর্যন্ত এটাই করে আসছে…।”