মোগা, ১৫ মার্চ (হি.স.): পঞ্জাবের মোগায় শিবসেনা নেতা খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে গুলি বিনিময়ের পর শিবসেনা নেতা মঙ্গত রাম (৫৩) হত্যা মামলায় তিন অভিযুক্ত, যথাক্রমে অরুণ গুরপ্রীত সিং, অরুণ বাব্বু সিং এবং রাজবীর অশোক কুমারকে গ্রেফতার করা হয়েছে। তিন অভিযুক্তকেই চিকিৎসার জন্য মালউটের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে খুন হন ওই শিবসেনা নেতা। বাঘিয়ানা বস্তি এলাকায় মুদির দোকানে কিছু কিনতে যাওয়ার সময় কমপক্ষে তিনজন বাইক আরোহী দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শনিবার সকালে মোগা পুলিশের সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ এবং অভিযুক্তদের মধ্যে এনকাউন্টারের পর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। ৩ জনের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছে।
—————