আগরতলা, ১৪ মার্চ: সংস্কারে অভাবে দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জলের ওয়াটার ট্রিট প্লেন্ট। এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাট মহকুমার অর্থাৎ পেঁচারথল ব্লকের আওতাধীন মাছমারা ভুবনপুরের এলাকাবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, মাছমারা ভুবনপুর এলাকার মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন। ওই এলাকায় জাতী উপজাতির মিলে হাজার হাজার মানুষের বসবাস রয়েছে। তাছাড়া, ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং কৃষির উপর নির্ভরশীল। তাই জলের দাবিতে বেশ কয়েকবার রাস্তা অবরোধ করেছিলেন এলাকাবাসী। তারপর কিছু ঠিকাদার সপ্তাহে দু-তিন বার করে পানীয় জল গাড়িতে করে নিয়ে মানুষকে পৌঁছে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলন। আরও জানা গিয়েছে, সরকার থেকে কোটি কোটি টাকা ব্যয়ে দেও নদী লাগুয়া ভুবনপুর এলাকায় একটি জলের ওয়াটার ট্রিটপ্রেন্ট বসানোর কাজ হয়েছিল। কিন্ত, কয়েক বছর কাজ করে অর্ধ সমাপ্ত অবস্থায় ফেলে পালিয়ে যান ঠিকেদার। তারপর এলাকায় পানীয় জলের সুব্যবস্থার জন্য বহু মানুষ পানীয় জলের সংকটে ভুগছেন।
এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় জন প্রতিনিধিদের কোন উদ্যোগ নেই। তাদেরকে এবিষয়ে জানানো হলে কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে, এলাকাবাসী পানীয় জলের অভাবে দিন কাটাছেন।