আগরতলা, ১৪ মার্চ: বিশ্বের শীর্ষে অসাধারণ যাত্রায় ত্রিপুরার একজন উৎসাহী পর্বতারোহীর উপর গর্বিত বোধ করে আসাম রাইফেলস।
এক বিবৃতিতে আসাম রাইফেলস তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের শীর্ষে অসাধারণ যাত্রায় ত্রিপুরার @Roy07Ari-কে সমর্থন করতে পেরে গর্বিতবোধ করে আসাম রাইফেলস। সাইকেল চালিয়ে ফাপলু পর্যন্ত এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং, মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা এবং এভারেস্ট ম্যারাথন দৌড় ছিল তাঁর মিশন। ওই মিশনটিকে সহনশীলতা, স্থিতিস্থাপকতা এবং প্রতিশ্রুতির মাধ্যমে বাস্তবায়িত করা সত্যিকারের পরীক্ষা ছিল।
আসাম রাইফেলস তাঁকে অভিবাদন জানিয়েছে এবং এই ঐতিহাসিক কৃতিত্বে তার সাফল্য কামনা করে।