বিএসএফ’র হোলি উৎসব, লঙ্কামুড়া বিওপিতে আনন্দোচ্ছ্বাস

আগরতলা, ১৪ মার্চ: প্রতিবছরে মতো এবছরও হোলির উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা। আজ লঙ্কামুড়ায় বিওপিতে একে অপরকে রঙ মাখিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম উৎসব৷ হোলি উৎসব আমাদের জীবনে অনেক আনন্দ উল্লাস নিয়ে আসে৷ এদিন প্রিজনদের সঙ্গে আবির কিংবা অন্যান্য রকমারী রঙ দিয়ে রাঙিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন কিশোর কিশোরী, যুবক যুবতি সহ সব বয়সের মানুষজনরাই। হোলি উৎসব মূলত, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও তা এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নেই৷

এদিন এক বিএসএফ জওয়ান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম উৎসব। সব ধর্মবর্ণের মানুষজন হোলির আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং আনন্দ উল্লাস ভাগ করে নেয়৷ আজ লঙ্কামুড়ায় বিওপিতে জওয়ানরা রঙের উৎসবে মেতে উঠেছেন। এদিন তিনি গোরা রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *