আগরতলা, ১৩ মার্চ: নিয়মিতকরণ সহ ৬ দফা দাবিতে শহরে মিছিল করে পুর ডেপুটেশনে মিলিত হয়েছে নিগমের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা সাফাই কর্মী সংঘ। এদিনের মিছিলটি তুলসীবতী স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর নিগমে ডেপুটেশনে মিলিত হয়েছে। মেয়র দীপক মজুমদারের হাতে দাবি সনদ তুলে দিয়েছেন সংঘের প্রতিনিধিরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের এক নেতা বলেন, গত সাত মার্চ সংঘ সিদ্ধান্ত নিয়েছিল সাফাই কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে জানানো হবে। কিন্তু নিগমের তরফ থেকে জানানো হয়েছিল বিজেপি বর্ষপূর্তির জনসভার ওই ডেপুটেশন দেওয়া হোক। তাই আজ শহরে মিছিল করে মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ২৫ বছর ধরে সাফাই কর্মীরা কাজ করে গেলেও এখনো পর্যন্ত নিয়মিতকরণ সিদ্ধান্ত হয়নি। তাই সংঘ কর্মীদের নিয়মিতকরণ, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদান সহ ছয় দফা দাবি জানিয়েছে।