হামিরপুর, ১২ মার্চ (হি.স.) : আর্থিক সংকটের জেরে উত্তর প্রদেশের হামিরপুর জেলার সুমেরপুর থানার অন্তর্গত টেঢ়া গ্রামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি বুধবার ঘটেছে, যার ফলে হোলির আনন্দের আগেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার শ্যামবাবু কুশওয়াহাকে (৪৭) বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর স্ত্রী পার্বতী ও সন্তানরা। দীর্ঘদিন ধরেই শ্যামবাবু আর্থিক সমস্যায় ভুগছিলেন। হোলির সময় বাড়ির খরচ চালানোর জন্য হাতে টাকা না থাকায় মানসিক চাপের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।