গুয়াহাটি, ১১ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র সুপারভাইজারদের জন্য মাল্টিডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এমডিজেডটিআই), আলিপুরদুয়ার-এ ৬৯-তম ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করেছে। এই কর্মসূচির লক্ষ্য পরিচালনগত চ্যালেঞ্জগুলি কার্যকরীভাবে মোকাবিলা করতে রেলওয়ে সুপারভাইজারদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে তাদের কার্যদক্ষতা এবং কার্যকারিতা উন্নত করা।
আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (এসডিজিএম) এবং চিফ ভিজিল্যান্স অফিসার (সিভিও) রাজীব মহাজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ৫০ জন সুপারভাইজারকে অংশগ্রহণের সার্টিফিকেট বিতরণ করেন। এই কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের অসাধারণ কৃতিত্বের জন্য সংবর্ধিত করা হয়। তাঁদের মধ্যে এশিয়ান স্বর্ণপদক বিজয়ী এবং মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারের প্রাপক মিস স্বপ্না বর্মণও ছিলেন। তাঁকে অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্বের জন্য সম্মানিত করা হয়েছে।
একজন নিবেদিতপ্রাণ রেলওয়ে শিক্ষিকা মহুয়া বিশ্বাসকে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। চিফ নার্সিং সুপারিন্টেনডেন্ট সন্ধ্যারানিকেও স্বাস্থ্য সেবার প্রতি তার অঙ্গীকারের জন্য সম্মানিত করা হয়। অতিরিক্তভাবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতি উৎসর্গের জন্য প্রতিভাবান ভরতনাট্যম নৃত্যশিল্পী ত্রিশিতা দাসকেও সম্মানিত করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার কর্মীদের কার্যদক্ষতা উন্নয়ন এবং পেশাদারীত্ব বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা কর্মদক্ষতা বৃদ্ধি এবং পরিষেবার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এ ধরনের কার্যসূচি সুপারভাইজারদের কার্যদক্ষতা বৃদ্ধির পাশাপাশি রেলওয়ে পরিবেশের মাধ্যমে ধারাবাহিক শিক্ষার সংস্কৃতি এবং স্বীকৃতির মানসিকতা গড়ে তুলেছে, বলা হয়েছে প্ৰেস বাৰ্তায়।