আগরতলা, ১১ মার্চ : মেলাঘর পৌর পরিষদ এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার মেলাঘর পৌর পরিষদের হলঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দও, সমাজসেবক উওম দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল, সমাজসেবক শুভজিত দাস এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তারা নারীদের সমাজে তাদের ভূমিকা, অধিকার এবং উন্নতি নিয়ে আলোচনা করেন। বিধায়ক কিশোর বর্মণ তাঁর বক্তব্যে বলেন, মহিলারা এখনও অনেক জায়গায় অসচেতন, তাদের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি করতে হবে।
এছাড়া, নারী শিক্ষার প্রসারে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।