তেলিয়ামুড়ায় বিদ্যুৎ নিগমের ল্যান্ড ফোন অচল, ভুক্তাদের অসন্তোষ

তেলিয়ামুড়া, ১১ মার্চ : তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের অন্তর্গত সাব ডিভিশন ওয়ানের সাধারণ মানুষদের জন্য বিএসএনএল-এর ল্যান্ড ফোন দীর্ঘদিন ধরেই অচল হয়ে রয়েছে। ফলে, বিদ্যুৎ ভুক্তারা বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করতে পারছেন না। অভিযোগ উঠেছে, এক মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চলতে থাকলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অবশেষে, বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার উৎপল কর সংশ্লিষ্ট জনগণকে জানিয়েছেন, যেহেতু ল্যান্ড ফোন খারাপ রয়েছে, তাই আপাতকালীন পরিস্থিতিতে একটি মোবাইল নম্বর সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ ভুক্তারা এখন ওই নম্বরে (৬০৩৩১৩১৮৫৪) রাত্রি দশটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

তবে, বিদ্যুৎ নিগমের তরফ থেকে এই নতুন নম্বরটি সরবরাহ করা হলেও, বিদ্যুৎ ভুক্তাদের মনে সন্দেহ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নিগমের সেবার মান নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, তার মধ্যে এই নম্বরের মাধ্যমে আদৌ সেবা পাওয়া যাবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *