নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিলেন তেজপ্রতাপ যাদব ও হেমা যাদব। আদালতের পাঠানো সমনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন তেজপ্রতাপ ও হেমা-সহ অন্যান্যরা।
এদিন জামিনও পেয়ে গিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে ও মেয়ে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব, হেমা যাদব এবং অন্যান্য অভিযুক্তদের ৫০,০০০ টাকার বন্ড এবং সমপরিমাণ একটি সিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করেছে।
—————