নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): সংসদে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। বিরোধীদের উদ্দেশ্যে নাড্ডা বলেছেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিরোধীদের কটাক্ষ করে নাড্ডা বলেছেন, আইন তো পড়তে শিখুন, আলোচনা করতে তো শিখুন। বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন।
নাড্ডা এদিন রাজ্যসভায় বলেছেন, “আলোচনার জন্য কিছু নিয়ম ও আইন আছে। আগামী ১০ দিনের মধ্যে বাজেটের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রত্যেকেই কথা বলার সুযোগ পাবে এবং তাঁদের সময় বরাদ্দ অনুযায়ী সুযোগ পাবে। তাঁরা (বিরোধীরা) বিধানসভার নিয়মকানুনও পড়ে না। তাই, আমি তাঁদের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং অযৌক্তিক বলে তীব্র নিন্দা জানাই।”
—————