নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে আজ শিব বাড়িতে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রবিবার আগরতলার শিববাড়িতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।
এই রক্তদান শিবির পরিদর্শন করেন প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী। প্রসঙ্গত প্রতিবছরই সাতদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হরি ভক্তি প্রচারিণী সভার। এ উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবিরও। রক্তদান শিবিরকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।