জুনাগড়, ৯ মার্চ (হি.স.): গুজরাটের জুনাগড়ে কুয়োয় পড়ে গেল একটি ৪ বছরের শিশু। রবিবার জুনাগড়ের ভেসানের পারভ বাওদির কাছে ৩০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় ৪ বছরের ওই শিশুটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কীভাবে শিশুটি কুয়োয় পড়ে গেল তা এখনও জানা যায়নি। শিশুটির পরিবারের সদস্যরা কার্যত বাকরুদ্ধ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
2025-03-09