মুখ্যমন্ত্রী মানিক সাহার তীব্র আক্রমণ, রাজ্যে দুই সাংবাদিক খুনের তদন্ত হবে

আগরতলা, ৯ মার্চ: রাজ্যের বিগত বাম সরকারের প্রতি তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসমাবেশে তিনি বলেন, পূর্বতন সরকারের সময় রাজ্যে দুই সাংবাদিক খুন হয়েছিল, এবং তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন উগ্রপন্থী মুক্ত এবং রাজ্যে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

তিনি দাবি করেন, বিজেপি সরকারের শাসনে এখন পর্যন্ত ১৬,৪৫১ জন যুবক-যুবতী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, এবং আগামী দিনে আরও ৮,০০০ নতুন চাকরি প্রক্রিয়া চলমান রয়েছে।

ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষে শতকরা হিসেবে সর্বোচ্চ স্থান লাভ করেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আইন-শৃঙ্খলার উন্নতি ঘটেছে এবং রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে প্রায় ৭,০০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৭-১৮ অর্থবছরে রাজ্যের মাথাপিছু আয় ছিল ১,৪৪৪ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭,৪২৩ টাকায়। রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে ত্রিপুরার জিডিপি বৃদ্ধির উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরা ৩৫ বছরের অপশাসন থেকে মুক্ত হয়ে বর্তমান উন্নয়ন পথে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনে সিপিআইএমের খুন, সন্ত্রাস ও উগ্রবাদী কার্যক্রমের অবসান ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *