আগরতলা, ৮ মার্চ: সাংসারিক বিবাদের জেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার প্রচেষ্টা নেয় সদ্য বিবাহিতা এক গৃহবধূ। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে এই চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের নমঃশুদ্র পাড়ায়।
বিবরণে জানা গেছে, গত ৭ / ৮ দিন আগে কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের নমঃশুদ্র পাড়ার বাসিন্দা নারায়ন নমঃশুদ্রের ২৬ বছরের ছোট ছেলে হিরালাল নমঃশুদ্রের সাথে ঊনকোটি জেলার পেচারথল এলাকার ১৮ বছরের যুবতী সীমা নমঃশূদ্রের সামাজিক ভাবে বিবাহ হয়। খবর নিয়ে জানা যায়, ৩ দিন আগে ফিরা যাত্রা থেকে আসার পর থেকে তাদের মধ্যে শুরু হয় ঝামেলা। শনিবার দুপুর আড়াইটা নাগাদ ঘরের পেছনদিকে গিয়ে নব গৃহবধূ নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গায়ে প্রায় আধ ঘন্টা আগুন জ্বলতে থাকে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে নব গৃহবধ সীমা নমশূদ্রকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেন। গৃহবধূর শরীর ৯৫ শতাংশ পুড়ে যায়। এবিষয়ে বিস্তারিত জানান গৃহবধূর ভাসুর পরিমল নমঃশুদ্র এবং গৃহবধূর শ্বশুর নারায়ন নমঃশুদ্র।