নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): দিল্লির চাণক্যপুরী এলাকায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসার। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই আইএফএস অফিসার। উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। দিল্লি পুলিশ মনে করছে, বিগত বেশ কিছু ধরে মানসিকভাবে অবসাদে ছিলেন ওই আইএফএস অফিসার।
2025-03-07