বক্সনগর, ৬ মার্চ: কলমচৌড়া রাবার কর্পোরেশনের জায়গা জোরজবরদস্তির দখল করে রমরমা গাঁজা ব্যবসা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বুদ্ধিজীবী মহল এবং সৎ নীতি আদর্শের অফিসাদের দিয়ে সমাজে পরিবর্তন আনতে হবে বলে অভিমত এলাকাবাসীর।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে তৎকালীন রাজ্যে বাম জামানায় মানিক্যনগর, কলমচৌড়া, কমলনগর এলাকার আপামর দরিদ্র জনগণকে নিয়ে রাবার কর্পোরেশন সৃষ্টি করেছেন তৎকালীন বনমন্ত্রী আরবের রহমান সাহেব। আজকালের বিবর্তনে সবকিছু হারিয়ে বন ভূমি ধ্বংস করে ফেলা হয়েছে। তাতে বন জঙ্গলের পশুপাখি, কীটপতঙ্গ তাদের অস্তিত্ব প্রায় বিলুপ্তের পথে। দীর্ঘবছর ধরে রাবার বাগানের কাজের উপর নির্ভর করে জীবন যাপন করছেন তাঁরা। কিন্তু আজকাল গাঁজা চাষীদের দৌলতে রাবার সংগ্রহ করা গাছগুলি কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এলাকাবাসীদের মতে, কর্পোরেশন ধ্বংস হলে গাঁজা চাষ আরও তেজো হবে। ধ্বংস হয়ে যাক তাদের কিছু করার নেই তারা রাতারাত কোটিপতি হবার স্বপ্নে নিমজ্জিত। বুদ্ধিজীবী মহল এবং সৎ নীতি আদর্শের আমল অফিসার দিয়ে সমাজে পরিবর্তন আনতে হবে। উক্ত গাঁজা বাগান দখল করা থেকে বিরত রাখতে ত্রিপুরার বনমন্ত্রী এবং রাবার কর্পোরেশনের চেয়ারম্যান, এমডিকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে বলে অভিমত এলাকাবাসীর।